রাজ্যে পুরোহিত হত্যা! রেগে গেল বিজেপি, উঠে এল বিস্ফোরক মন্তব্য

বিহারে পুরোহিত হত্যার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
m,mn

নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জে পুরোহিত হত্যা মামলা প্রসঙ্গে বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী বলেন, "এই সরকার বালি, মদ এবং ভূমি মাফিয়াদের দ্বারা প্রভাবিত। এই ঘটনার ব্যবস্থা নেওয়া দরকার। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।" 

hire