/anm-bengali/media/media_files/ZnrlEfaQUaWcdJrGRkTN.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ করায় প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি ও সাংসদ সমীক ভট্টাচার্য। তিনি বলেন, “ভারত ১৪০ কোটির বৃহত্তম গণতন্ত্র। আমেরিকা শুল্ক আরোপ করেছিল, পরে সেটা তুলেও নিতে হয়েছিল। ট্রাম্প ভাবছেন তিনি চাপে সব আদায় করে নেবেন — কিন্তু এটা কোনও 'বানানা রিপাবলিক' নয়।”
/anm-bengali/media/post_attachments/139baa12-85e.png)
তিনি আরও বলেন, “আমেরিকা ও তার মিত্ররা যদি এমন একটি বিশাল বাজার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে, তাহলে ফলাফল তাদেরই দেখতে হবে।” এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত করেছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে।
#WATCH | US President Trump imposes 25% tariffs on India | Delhi | West Bengal BJP President and BJP MP Samik Bhattacharya says, "India is the largest democracy with a population of 140 crore. America imposed a sanction on the country and then later was forced to remove it...… pic.twitter.com/kqN15lHiKM
— ANI (@ANI) July 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us