/anm-bengali/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-12-pm-2025-08-21-23-33-17.png)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত ‘শ্রমশ্রী প্রকল্প’কে আক্রমণ করে কড়া মন্তব্য করলেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।
তিনি বলেন, “নয়ডা, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লিতে বাঙালি ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা কত টাকা উপার্জন করছেন, তা তৃণমূল সরকার জানে কি? আমি চ্যালেঞ্জ করছি— বাংলা ভাষাভাষী বুথে গিয়ে নিজেদের নিরাপত্তা আমানত বাঁচিয়ে দেখাক তৃণমূল। তখনই প্রমাণ হবে বাংলার মানুষ সত্যিই তাঁদের পাশে আছেন কি না।”
/anm-bengali/media/post_attachments/f60596ba-bcf.png)
সমীক ভট্টাচার্য আরও দাবি করেন, “বাঙালিরা ভিখারি নয়। তারা পরিশ্রম করে নিজের অধিকার অর্জন করে। তাই শুধুমাত্র দান-খয়রাতের রাজনীতি করে ভোট পাওয়া সম্ভব নয়।”
রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পের বিরুদ্ধে বিজেপির এই অবস্থান রাজ্যের ভোট-রাজনীতিকে আরও তীব্র করতে চলেছে।
#WATCH | Kolkata, West Bengal | On the 'Shramshree Scheme' launched by the West Bengal government, BJP MP and West Bengal BJP chief Samik Bhattacharya says, "How much are the Bengali-speaking migrant workers earning in Noida, Gujarat, UP, Haryana, Delhi?... I challenge the TMC to… pic.twitter.com/pl172kLfU9
— ANI (@ANI) August 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us