ফাটছে বাজি, অকাল দিওয়ালি, জিতে গেল অখিলেশের দল?

ঘোসিতে বিজেপির দারা সিং চৌহানের বিরুদ্ধে লড়ছেন সমাজবাদী পার্টির সুধাকর সিং। এসপি এবং বিজেপি এই আসনে তাদের শক্তি প্রয়োগ করেছে।

author-image
SWETA MITRA
New Update
akhil.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে আনন্দ উদযাপনে মেতে উঠলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) কর্মী সমর্থকরা। লখনউতেসমাজবাদীপার্টিরকর্মীরাঘোসি (Ghosi)উপ-নির্বাচনেদলেরপ্রার্থীএগিয়েথাকার কারণেউদযাপনকরছেন। একপ্রকার অকাল দিওয়ালিতে মেতে উঠেছেন সকলে। রাস্তায় বাজি, তুবড়ি ফাটিয়ে আনন্দ উদযাপন করছেন কর্মীরা।