আগামী নির্বাচনে সমাজবাদী পার্টি হবে 'সমাপ্তিবাদী পার্টি'!

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Akhilesh YAdav.jpg

নিজস্ব সংবাদদাতা: শনিবার উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করে বলেন যে তাঁর সমাজবাদী পার্টি আগামী বিধানসভা নির্বাচনে "শেষ" হয়ে যাবে। হরদইতে আয়োজিত এক অনুষ্ঠানে মৌর্য বলেন, "যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, জনগণ তাদের সরাসরি সাইফাইতে (যাদবের জন্মস্থান) পাঠায়, দিল্লি বা লখনউতে নয়"।

Keshav Prasad Maurya: Deputy CM Keshav Prasad Maurya in the race to become  Uttar Pradesh BJP president | Lucknow News - Times of India

উপ-মুখ্যমন্ত্রী দাবি করেন যে ২০১৭ সালের গত নির্বাচনের মতো, সমাজবাদী পার্টি ২০২৭ সালের নির্বাচনে "সমাপ্তিবাদী পার্টি" (শেষ দল) হয়ে উঠবে।