/anm-bengali/media/media_files/fEFcNIe0BWxP2xVh4DRh.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের রাজনৈতিক ইতিহাসে শচীন পাইলট বনাম অশোক গেহলট যুদ্ধ, অতি পরিচিত বিষয়। বহুবার এই দুই জনের জন্যে কংগ্রেসের অন্দরেও উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে। তবুও দুজনেই রয়েছেন হাত শিবিরে। আগামী ৭ নভেম্বর রাজস্থানে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন অশোক গেহলট। আর সেই বৈঠক থেকেই বললেন অবাক করা মন্তব্য।
শচীন পাইলটের সাথে ক্ষমতার দ্বন্দ্ব এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রশ্নে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট এদিন বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি কোনো একক প্রার্থীর বিরোধিতা করছিনা। এই মুহুর্তে বিজেপিদের রোখাই আসল দায়িত্ব”। এদিন কার্যত শচীনের প্রতি বিষাদ সুর প্রকাশ না করে পাশে থাকার কথায় বললেন গেহলট।
#WATCH | On the question of power tussle with Sachin Pilot and upcoming Assembly elections, Rajasthan CM & Congress leader Ashok Gehlot, "We are all united. I've not opposed any single candidate (of Pilot side)" pic.twitter.com/DLxvXalwvk
— ANI (@ANI) October 19, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us