আফগানিস্তানের সাথে সম্পর্ক দৃঢ় করার ইচ্ছাপ্রকাশ করলেন এস জয়শঙ্কর

আলহাজ নূরউদ্দিন আজিজির সাথে দেখা করে আনন্দিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G6MkQfXbYAEyI4b

File Picture

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সারলেন ডঃ এস জয়শঙ্কর। এদিন সেই প্রসঙ্গে টুইট করলেন তিনি। টুইটে বিদেশমন্ত্রী লেখেন, “আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজির সাথে দেখা করে আনন্দিত। আমাদের বাণিজ্য, সংযোগ এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানের জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে”।

G6MkRcvbMAAcezw