/anm-bengali/media/media_files/2025/12/03/g7qsztfaoaa8xrn-2025-12-03-21-49-56.png)
নিজস্ব সংবাদদাতা: নতুন দিল্লিতে আসন্ন রাশিয়া-ভারত শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে কূটনৈতিক উষ্ণতা। রুশ প্রেসিডেন্সিয়াল এইড ইউরি উশাকভ জানান, সম্মেলনে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তিনি জানান, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৩.৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা দুই দেশের সম্পর্কের দৃঢ় অগ্রগতির প্রমাণ। এ বছর আগস্টে মস্কোতে অনুষ্ঠিত আন্তঃসরকারি কমিশনের বৈঠকে শিল্প সহযোগিতা, উদ্ভাবনী প্রযুক্তি, পরিবহন, শান্তিপূর্ণ মহাকাশ অনুসন্ধান, খনি, স্বাস্থ্যসেবা ও শ্রম অভিবাসনসহ বেশ কিছু সম্ভাবনাময় প্রকল্প পর্যালোচনা করা হয়েছে।
উশাকভ আরও জানান, আসন্ন বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে জাতিসংঘ, এসসিও, জি২০ ও ব্রিকসের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হবে। ২০২৬ সালে ব্রিকসের চেয়ার দায়িত্ব পাবে ভারত—এ বিষয়টিকেও গুরুত্ব দিয়ে বিবেচনার ইঙ্গিত দেন তিনি।
Ahead of the Russia-India Summit in New Delhi, Russian Presidential Aide Yury Ushakov says, "It is planned that key aspects of trade and economic cooperation will be discussed in detail during the Summit. In 2024, the bilateral trade turnover increased by 12%, up to USD 63.6… pic.twitter.com/nlljzclpcY
— ANI (@ANI) December 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us