১ ডিসেম্বর থেকে পাল্টে যাচ্ছে সব! নিয়মে বদলের তালিকায় কি কি? জানুন এখানে

ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

দেখতে দেখতে ডিসেম্বর মাস এসে উপস্থিত। নতুন মাস মানেই নানা নিয়মে পরিবর্তন হয়। এক্ষেত্রেও ব্যতিক্রম হল না। ১ ডিসেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করে দেওয়া হবে। LPG গ্যাস সিলিন্ডারের দাম, ক্রেডিট কার্ড নিয়ম এবং TRAI-এর নতুন নিয়ম চালু হবে। এর ফলে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই আসবে।

TRAI আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে একটি নতুন নিয়ম কার্যকর করছে, যার মাধ্যমে ভুয়ো OTP ও অবাঞ্ছিত বাণিজ্যিক বার্তা বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এই নিয়ম কার্যকর হলে ভুয়ো বার্তা ও ফিশিং থেকে সাধারণ মানুষ রেহাই পাবেন।

প্রতি মাসের ১ তারিখে LPG সিলিন্ডারের দাম পাল্টে দেওয়া হয়। এয়ার টারবাইন ফুয়েল (ATF), CNG, PNG-এর দামও সংশোধন করে দিয়ে থাকে তেল কোম্পানিগুলো। অক্টোবরে ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়ে। যদিও গৃহস্থালী সিলিন্ডারের দাম একই ছিল। এর আগে, আগস্ট ও সেপ্টেম্বরে কমার্শিয়াল সিলিন্ডারের দাম যথাক্রমে ৮.৫০ টাকা এবং ৩৯ টাকা বেড়ে গিয়েছিল।

SBI ১ ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে। ৪৮টি ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা মাদার্চেন্ডাইজ লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট পাবে না গ্রাহক।