/anm-bengali/media/media_files/2025/02/26/ypTOeqH1sw6n44iqxg1h.jpg)
নিজস্ব সংবাদদাতা : সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠল দেশের আইনসভা। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় অভিযান (SIR) নিয়ে আলোচনার দাবিতে বিরোধী দলগুলির তুমুল হট্টগোলের জেরে লোকসভা বারবার মুলতুবি হয়ে যায় এবং রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। তবে সরকার পক্ষ জানিয়েছে, তারা এই বিষয়ে আলোচনা করতে রাজি, কিন্তু সময়সীমা নির্দিষ্ট করা সম্ভব নয়।
বিরোধী দলগুলি শুরু থেকেই SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে সংসদে অবিলম্বে আলোচনার দাবি জানায়। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/20/parliament-inside-2025-08-20-18-19-11.webp)
লোকসভার চিত্র: তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি লোকসভায় আলোচনার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকলে অধিবেশন ব্যাহত হয় এবং স্পিকারকে বেশ কয়েকবার সভা মুলতুবি করতে হয়।
রাজ্যসভার চিত্র: রাজ্যসভায় সরকার পক্ষ থেকে আলোচনায় রাজি হওয়ার পরেও বিরোধীরা নির্দিষ্ট সময়সীমা দাবি করে। সেই প্রতিশ্রুতি না পাওয়ায় বিরোধী দলগুলো ওয়াকআউট করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us