নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার রামমন্দিরে ধ্বজারোহণের ঐতিহাসিক অনুষ্ঠানে বক্তব্য রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তিনি জানালেন, ৫০০ বছরের দীর্ঘ আন্দোলনের শেষে আজকের এই স্বপ্ন সফল হয়েছে। তাঁর কথায়, অশোক সিংহল, মহন্ত রামচন্দ্র দাস–এর মতো অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম এবং অদম্য বিশ্বাসেই তৈরি হয়েছে আজকের এই ঐতিহাসিক মন্দির।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/hindu-2025-11-25-09-06-52.jpg)
মোহন ভাগবত বলেন, “যে স্বপ্ন তাঁরা দেখেছিলেন, তার থেকেও বেশি ভব্য, আরও বেশি সুন্দর হয়ে দাঁড়িয়েছে এই রামমন্দির।” বক্তৃতায় তিনি ‘ধর্মধ্বজ’-এর গভীর প্রতীকতাও ব্যাখ্যা করেন। জানান, কেশরিয়া রং ধর্মের শক্তিকে নির্দেশ করে, আর যে কোবিদার গাছের প্রতীক আজ ধ্বজায় শোভা পাচ্ছে, তা রঘুকুলের অটুট ঐতিহ্য ও নৈতিকতার প্রতীক।
মন্দিরের এই ধ্বজারোহণকে শুধু আচার নয়, নতুন যুগের সূচনা হিসেবে ব্যাখ্যা করেন তিনি। তাঁর আহ্বান, দেশজুড়ে সকলকে মিলিতভাবে কাজ করতে হবে—এক শক্তিশালী ‘ভারত’ গড়তে, যে ভারত আগামী দিনে গোটা বিশ্বকে পথ দেখাতে সক্ষম হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us