/anm-bengali/media/media_files/PaJhU8DtWHqMNXADfo9O.jpg)
নিজস্ব সংবাদদাতা : বার বার সচেতন করা হলেও যেন ফিরছে না হুঁশ। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে ওঠার প্রবণতা কমছে না কিছুতেই। প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে গিয়েই ঘটছে অঘটন। আরপিএফের ট্যুইটার হ্যান্ডেলে প্রতিনিয়ত এমন ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরছেন যাত্রীরা। শনিবার আরো একটি ঘটনা এল প্রকাশ্যে। ঘটনাস্থল সুলতানপুর স্টেশন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও স্টেশনের মাঝে পড়ে যান এক যাত্রী। বিপদ দেখেই তড়িঘড়ি ছুটে গিয়ে তাকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে প্রাণ বাঁচালেন আরপিএফ ও জিআরপির দুই কনস্টেবল নমন কুমার এবং অরুণ কুমার। দেখুন ভিডিও। হন সাবধান।
आपकी सुरक्षा हमारा कर्त्तव्य !!
— RPF INDIA (@RPF_INDIA) May 20, 2023
सुल्तानपुर स्टेशन पर चलती गाड़ी में चढ़ने के क्रम में गिरे यात्री को आरपीएफ व जीआरपी के आरक्षक नमन कुमार तथा अरुण कुमार ने बहादुरी एवं सूझ बूझ का परिचय देते हुए प्लेटफार्म एवं ट्रेन के बीच फंस कर दुर्घटनाग्रस्त होने से बचाया।#ऑपरेशन_जीवनरक्षाpic.twitter.com/iNJPJydudA
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us