/anm-bengali/media/media_files/Iq0RqCinsreceUU6PYg6.jpg)
নিজস্ব সংবাদদাতা: মৌসুমী বায়ুর প্রভাবে জম্মু কাশ্মীরে শুরু হয়েছে ভারী বৃষ্টি। যে কারণে রামবান সেক্টরে ভূমিধস নামে। এই ভূমিধসের জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে উধমপুর জেলায় বিপুল সংখ্যক ট্রাক আটকে পড়েছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে ধস নেমেছে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। মূলত ওই জাতীয় সড়ক দিয়ে যাবে এই সকল ট্রাকগুলি। কিন্তু ধস নামার কারণে উধমপুর জেলায় আটকে আছে বহু ট্রাক। এক ট্রাক চালক জানান, রবিবার রাত ৯টা থেকে তিনি এবং তাঁর সঙ্গে আরও অনেক ট্রাক চালক উধমপুরে রয়েছেন। এই মুহূর্তে সেখানে প্রায় ২৫০ থেকে ৩০০টি ট্রাক দাঁড়িয়ে রয়েছে বলে জানান ওই চালক।
Jammu and Kashmir | A large number of trucks are stranded in Udhampur district as the Jammu-Srinagar national highway is blocked due to landslides triggered by heavy rainfall in the Ramban sector. pic.twitter.com/BelzO8h76l
— ANI (@ANI) June 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us