New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার সকালে এ কে ইনফোসিস্টেমসের প্রমোটর অমিত কাতিয়ালকে চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছে। ইডি-র মতে, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে কাতিয়ালের প্রাঙ্গণকে একে ইনফোসিস্টেমের অফিস হিসাবে ঘোষণা করা হলেও আরজেডি নেতা তেজস্বী যাদব আবাসিক প্রাঙ্গণ হিসাবে এটি ব্যবহার করছেন। সূত্রে খবর, শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় ব্যবসায়ী অমিত কাতিয়ালকে ১৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে পাঠাল রাউজ অ্যাভিনিউ আদালত।
#UPDATE | Rouse Avenue court sends Businessman Amit Katyal to ED custody till 16 November https://t.co/yVxIPum1u2
— ANI (@ANI) November 11, 2023
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us