“রোসেরা জেলা হবে, আমাদের সরকার এলে নিশ্চয়ই করব”—প্রিয়াঙ্কা গান্ধীর আশ্বাস

নির্বাচনী সভায় কংগ্রেস নেত্রীর ঘোষণা; জনতার উচ্ছ্বাসে মুখর রোসেরার সভামঞ্চ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী প্রচারে সোমবার বিহারের  রোসেরায় জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। বিপুল জনসমাগমে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, “এখানে মানুষের মধ্যে প্রচণ্ড উদ্দীপনা। আমি জানতে পেরেছি, এখানকার প্রধান দাবি হলো—রোসেরাকে একটি আলাদা জেলা হিসেবে গঠন করা। যদি আমাদের সরকার গঠিত হয়, আমরা অবশ্যই সেই দাবি পূরণ করব।”