রংপোর কাছে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা, গড়িয়ে খাদে পড়লো যাত্রীবাহী বাস

তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
vghjkkl

File Picture

নিজস্ব সংবাদদাতা: রংপোর কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা। শিলিগুড়ি–সিকিম রুটের পথে বাস দুর্ঘটনার কবলে পড়লো। তাতে জখম হয়েছেন বহু যাত্রী। এমনকী বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে।

সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ইতিমধ্যেই কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সেই সংখ্যাটা এখনও প্রকাশ্যে আসেনি। আহতদের নিকট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

vhgjj

যা জানা যাচ্ছে, শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাসটি। তখনই পথে রংপোর কাছে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। তাতেই বড় বিপদ ঘটে। এদিকে এই বাস দুর্ঘটনার জেরে অটল সেতুও ক্ষতিগ্রস্থ হয়েছে। বাসে ২০ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের সকলের অবস্থায় আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

গ্যাংটকগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তিস্তায় বলে খবর মিলেছে। এই ঘটনার পরই রংপোর কাছে বাস দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

vdryghj

যেটুকু জানা যাচ্ছে, বাসের গতি বেশ জোরে ছিল। যা বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তার জেরেই এই মারাত্মক বাস দুর্ঘটনাটি ঘটে যায়।