বড় রাজনৈতিক বিস্ফোরণ! বোন রোহিনিকে ‘চপ্পল মারার’ হুমকি— ক্ষোভে ফুঁসছেন তেজ প্রতাপ

রোহিনি আচার্যের পরিবার ও আরজেডি ত্যাগের নেপথ্যে অপমানের অভিযোগ। তেজ প্রতাপের বিস্ফোরক দাবি— বোনকে চপ্পল মারার হুমকি দেওয়া হয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
tej pratap singh

নিজস্ব সংবাদদাতা:  বিহারের রাজনৈতিক অঙ্গন রবিবার ফের উত্তাল হয়ে উঠল তেজ প্রতাপ যাদবের বিস্ফোরক মন্তব্যে। জনশক্তি জনতা দলের নেতা তেজ প্রতাপ দাবি করেছেন, তাঁর বোন রোহিনি আচার্য যে পরিবার ও আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তার নেপথ্যে রয়েছে চরম অপমান, গালিগালাজ এমনকি তাঁকে চপ্পল দিয়ে মারার হুমকি পর্যন্ত। এই ঘটনা তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলে তেজ প্রতাপ জানান।

জেজেডির ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রকাশিত বিবৃতিতে তেজ প্রতাপ বলেন, তিনি নিজের প্রতি হওয়া অনেক কিছুই সহ্য করে এসেছেন। কিন্তু তাঁর বোনের প্রতি এমন অবমাননা তিনি সহ্য করতে পারবেন না। তাঁর কথায়, রোহিনিকে যে ভাবে হুমকি দেওয়া হয়েছে, তা ভাবলেও তাঁর বুকের ব্যথা আগুন হয়ে উঠছে। পরিবারের উপর আক্রমণকারীদের ‘জয়চাঁদ’ আখ্যা দিয়ে তিনি সতর্ক করে দেন, বিহারের মানুষ কখনওই তাঁদের ক্ষমা করবে না।

lalu daughter

তেজ প্রতাপ দাবি করেন, কিছু মানুষের প্রভাব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তেজস্বী যাদবের বিচারবুদ্ধিও নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, মানুষের আবেগে আগুন লাগলে বুদ্ধির ওপর জমে থাকা সব ধুলো মুছে যায়। আর এই অন্যায়ের পরিণতি খুবই ভয়াবহ হবে— সময় সবকিছুর কঠোর হিসেব নেয়।

রোহিনির পরিবার-ত্যাগের ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। তেজ প্রতাপের এই মন্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।