সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ! ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক রবার্ট বঢরা

ইডি দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করলেন রবার্ট বঢরা।

author-image
Tamalika Chakraborty
New Update
robert bhadra .jpg

নিজস্ব সংবাদদাতা: গুরুগ্রাম জমি মামলায় জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বেরিয়ে গেলেন ব্যবসায়ী রবার্ট বঢরা। তিনি বলেন, "আমি আগে যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, সেই প্রশ্নগুলোই আবার করা হয়েছে। আমি আগেরবারের মতো সমস্ত উত্তর দিয়েছি।  কোনও সমস্যা নেই। আমার লুকানোর কিছু নেই। সব প্রশ্নের উত্তর দিয়েছি। ভবিষ্যতেও সব প্রশ্নের উত্তর দেবো।"

rahul sonia sd1.jpg

অন্যদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলায় চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চার্জশিটে নাম রয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী এবং বিশিষ্ট টেকনোক্র্যাট শ্যাম পিত্রোদার। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য হয়েছে।