রবার্ট বঢরা কেমন? চেনালেন স্মৃতি ইরানি

সেখানে জোরকদমে প্রচার সারছেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
smriti irani edit .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আমেঠি কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে জোরকদমে প্রচার সারছেন তিনি। এদিন আমেঠি থেকে তিনি বলেন, “চিন্তার একটা বিষয় আছে, রাহুল গান্ধী কিছু জানেন কি না জানেন সেটা জানি না, তবে তাঁর শ্যালক জগদীশপুরকে খুব ভালো ভাবে চেনেন। জগদীশপুরের মানুষকে তাই এখনই সাবধান হওয়া দরকার। যদি তার জামাই জানে জগদীশপুরের প্রতিটি গ্রাম, প্রতিটি বাড়ি, প্রতিটি মানুষের সম্পত্তি রয়েছে, তাহলে এখনই তাদের প্রত্যেককে সম্পত্তির কাগজপত্র লুকিয়ে রাখতে হবে”।

smriti irani ghj.jpg

rahul 1.png

Add 1