ভারতরত্ন নিয়ে আরএলডি চিফ জয়ন্ত সিং

নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষ ভূমিকা পালনের জন্য ভারতরত্ন সম্মান প্রদান করা হবে বিশিষ্ট তিন ব্যক্তিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবর ঘোষণা করার পরই দেশ জুড়ে খুশির আমেজ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
jayant .jpg

নিজস্ব সংবাদদাতা : ভারত রত্ন (Bharat Ratna) সম্মানে সম্মানিত করা হবে তিন বিশিষ্ট মানুষকে। চৌধুরী চরণ সিং, পিভি নরশিমা রাও, এবং এমএস স্বামীনাথন নিজ নিজ ক্ষেত্রে থেকে দেশসেবা ও দেশের উন্নতি সাধনের জন্য পাবেন এই সম্মান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করার পরই খুশির আমেজ ভারতীয়দের মনে।
এই সম্পর্কে আরডিএলএফ চিফ জয়ন্ত চৌধুরী বলেন, "এটা আমার জন্য অত্যন্ত বড়ো ও গর্বের দিন। আমি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ দিতে চাই। মানুষের অনুভূতি জড়িয়ে আছে এই সিদ্ধান্তের সঙ্গে।"

flamefood1

cityaddnew

flavourfood