/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল)–র শীর্ষ নেতৃত্ব আজ পাটনায় তেজস্বী যাদবের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন। সকালেই আরজেডি নেত্রী ও রাজ্যসভার সাংসদ মিসা ভারতী সেখানে পৌঁছান। কিছুক্ষণের মধ্যেই সাবেক উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দলের অন্যান্য নেতারা বৈঠক শুরু করেন।
/anm-bengali/media/post_attachments/cad82d92-f54.png)
দলের প্রধান লালু প্রসাদ যাদব ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রবড়ি দেবীও এই বৈঠকে উপস্থিত থাকায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। বিহারের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোট রাজনীতি এবং সংগঠনগত সিদ্ধান্ত নিয়েই আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রের ধারণা। তবে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হবে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
#BiharElection2025 | Patna, Bihar | RJD leader Misa Bharti, RJD leader Tejashwi Yadav, arrive at the latter's residence in Patna
— ANI (@ANI) November 17, 2025
A meeting of party leaders is being held here. RJD chief Lalu Prasad Yadav and party leader Rabri Devi are also present in the meeting. pic.twitter.com/EfBHn8FjIQ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us