দলবিরোধী কাজের অভিযোগে বড় অ্যাকশন নিল RJD ! ২ MLA-সহ বহিস্কৃত ২৭ নেতা

কেন নেওয়া হল এই পদক্ষেপ।

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনের আগে এবার দলবিরোধী কাজের অভিযোগে দলের বেশকিছু নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করা এবং সংগঠনের আদর্শ অমান্য করার অভিযোগে গতকাল সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) ২৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আরজেডি (RJD)।

বহিষ্কৃত হওয়া এই নেতাদের মধ্যে রয়েছেন- ১. ২ জন বর্তমান বিধায়ক (MLAs), ২. ৪ জন প্রাক্তন বিধায়ক, ৩. ১ জন এমএলসি (MLC), ৪. এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারী ও নেতা-কর্মী। 

tejashwikl1.jpg

শুধুমাত্র দলবিরোধী কার্যকলাপের জন্য এত বড় সংখ্যক নেতাকে বহিষ্কারের ঘটনাই এটা স্পষ্ট করে যে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের অভ্যন্তরে কোনো রকম শৃঙ্খলাভঙ্গ বা বিদ্রোহ বরদাস্ত করবে না আরজেডি (RJD) নেতৃত্ব।