'ইন্ডিয়া' ছাড়ছেন নীতীশ কুমার? 'সবই গুজব', জানিয়ে দিলেন হেভিওয়েট

বিহারের মহাজোট সরকার থাকবে নাকি নীতীশ কুমার ফের বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়বেন সেই নিয়ে জোরালো প্রশ্ন উঠছে।

author-image
SWETA MITRA
New Update
jha kumar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিহারের (Bihar)রাজনীতিতেআজকালশোরগোলপড়েগিয়েছে।মুখ্যমন্ত্রীনীতীশকুমারেরদলজেডিইউ, যারাইন্ডিয়াজোটেরসূচনাকরেছিল, তারাএর আরঅংশথাকবেকিনা, সেই নিয়েসন্দেহেরমেঘ দানা বেঁধেছে। এরই মাঝে আবারও একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা (Manoj Kumar Jha)। তিনি বলেন, 'এ সবই গুজব। আর এই গুজবের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা একমাত্র মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই সামলাতে পারেন। বিহার গোটা দেশের আলোচনার বিষয় হয়ে উঠেছে। অবশ্যই তা ভালো কারণের জন্য। জোটে কোনো ফাটল দেখছি না। শেষ পর্যন্ত এই 'মহাজোট'-এর কর্ণধার থাকবেন নীতীশ কুমারই। লালুপ্রসাদ ও তেজস্বী যাদব এর ভিত্তি স্থাপন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী মোদী যে ঘৃণার রাজনীতি করছেন তাকে পরাস্ত করা।‘