/anm-bengali/media/media_files/rLeCVQdHhgS8GWWOYAF3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিহারের (Bihar)রাজনীতিতেআজকালশোরগোলপড়েগিয়েছে।মুখ্যমন্ত্রীনীতীশকুমারেরদলজেডিইউ, যারাইন্ডিয়াজোটেরসূচনাকরেছিল, তারাএর আরঅংশথাকবেকিনা, সেই নিয়েসন্দেহেরমেঘ দানা বেঁধেছে। এরই মাঝে আবারও একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা (Manoj Kumar Jha)। তিনি বলেন, 'এ সবই গুজব। আর এই গুজবের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা একমাত্র মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই সামলাতে পারেন। বিহার গোটা দেশের আলোচনার বিষয় হয়ে উঠেছে। অবশ্যই তা ভালো কারণের জন্য। জোটে কোনো ফাটল দেখছি না। শেষ পর্যন্ত এই 'মহাজোট'-এর কর্ণধার থাকবেন নীতীশ কুমারই। লালুপ্রসাদ ও তেজস্বী যাদব এর ভিত্তি স্থাপন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী মোদী যে ঘৃণার রাজনীতি করছেন তাকে পরাস্ত করা।‘
#WATCH | Patna: On the current political situation in Bihar, RJD MP Manoj Kumar Jha says, "All this is a rumour. And the restlessness which has arisen due to this rumour can only be taken care of by CM Nitish Kumar... Bihar is a topic of discussion in the whole country, and for… pic.twitter.com/WcaE8yNRWo
— ANI (@ANI) January 27, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us