BREAKING: জেডিইউ (JDU)-র প্রার্থী তালিকাও ঠিক করবেন অমিত শাহ ! হঠাৎ এ কি বলে ফেললেন তেজস্বী যাদব

কি বললেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব ?

author-image
Debjit Biswas
New Update
nitish tejaswi

নিজস্ব সংবাদদাতা : এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অসচেতন অবস্থা নিয়ে কটাক্ষ করতে গিয়ে, এক বিরাট মন্তব্য করে বসলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব। তিনি বলেন,''নীতিশ কুমারের অসচেতন বা নিস্ক্রিয় অবস্থাই এখন বিজেপি ও জেডিইউ (JDU)-র জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচনে জেডিইউ (JDU)-র প্রার্থী তালিকাও এখন অমিত শাহকেই ঠিক করতে হবে। এটা একপ্রকার নিশ্চিত।”

tejaswiiyadav.jpg

এরপর তিনি আরও বলেন,''সঞ্জয় ঝা, আদতে একজন বিজেপি-আরএসএস ঘরানার মানুষ। তিনি জেডিইউ (JDU)-তে এসেছেন অরুণ জেটলির কোটা থেকে।”