এবার ব্যবস্থা! তেজস্বী যাদব চেঁচিয়ে উঠলেন

তেজস্বী যাদব কি বললেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
cytdfy.jpg

নিজস্ব সংবাদদাতা: পাটনায় আজ আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "বিধানসভার প্রত্যেকের আসন নির্ধারণ করা হয়েছে যে কে কোথায় বসবে, তাহলে যে কেউ কীভাবে কোথাও বসতে পারে? দল যখন তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি দিয়েছে, তখন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তারা সংসদে বসে আছেন। এতে বোঝা যায় নিয়ম অনুযায়ী সংসদ চলছে না। সরকার নিয়মের ঊর্ধ্বে চলে গেছে। বিষয়টি নিয়ে আমাদের বিধায়কদের মধ্যে অনেক ক্ষোভ ছিল। সরকারকে চোখ খুলতে সতর্ক করা হয়েছে। কোথাও কেউ বসে ছিলেন না ভাই বীরেন্দ্র মুখ্যমন্ত্রীর আসনে গিয়েও বসলেন না। বিধায়ক চেয়েছিলেন তিনি মাঝখানে কোথাও বসবেন। তাই আমরা বলেছিলাম দল ঠিক করবে কে কোথায় বসবে। এখন তিনি আরজেডিতে। আমরা আরজেডির নেতা, আমরা ঠিক করব কে কোথায় বসবে।"