'জোটের শরিকরা অকেজো'! এতদিন পর বোমা ফাটালেন লালু প্রসাদের পুত্র

জোট নিয়ে মুখ খুললেন লালু প্রসাদের পুত্র।

author-image
Anusmita Bhattacharya
New Update
 Tejaswi Yadav.jpg

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদব চলমান ভোটের জন্য দলের প্রস্তুতি সম্পর্কে মুখ খুললেন। 

fcr7cn5c_tejashwi-yadav-ani_640x480_05_March_23

তিনি বলেন, 'তাদের (বিজেপি) অবস্থা খারাপ। আমাদের পক্ষে শুধু মুকেশ সাহানি এবং আমি প্রচার চালাচ্ছি। তাদের পাশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে আসছেন। এর মানে তাদের আঞ্চলিক নেতা ও জোটের শরিকরা অকেজো'।

tejaswiiyadav1.jpg

 tamacha4.jpeg