নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটের আবহ আরও গরম। শাসক এনডিএ শিবিরকে সরাসরি আক্রমণ করলেন আরজেডি নেতা রোহিনী আচার্য্য। তাঁর দাবি, ২০০৫ সাল থেকে ক্ষমতায় থেকেও বিহারবাসীর জন্য দৃশ্যমান কাজ কিছুই করেনি বর্তমান সরকার। চাকরি থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন— প্রতিটি ইস্যুতে এনডিএ-কে তীব্র কটাক্ষ করলেন তিনি।
রোহিনীর কথায়, বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেছেন রাজ্যে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু তেজস্বী যাদব সেই ‘অসম্ভব’কেই বাস্তব করে দেখিয়েছেন। রোহিনীর দাবি, আরজেডি নেতৃত্বাধীন সরকার থাকাকালীন তেজস্বী যাদব ৫ লক্ষ চাকরির নিয়োগপত্র হাতে তুলে দিয়েছেন যোগ্য প্রার্থীদের।
এখানেই থামেননি তিনি। এনডিএর নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন রোহিনী। তাঁর অভিযোগ, এতদিন কিছুই করেনি সরকার, এখন নির্বাচনের মুখে এসে আরজেডির প্রতিশ্রুতিগুলোই নিজেদের ঘোষণাপত্রে কপি করে ফেলেছে এনডিএ। “এত বছর লাগল? তেজস্বী যাদব যা বলেছিলেন, হুবহু তা-ই আবার বলছেন ওরা,” তোপ রোহিনীর।
তাঁর আরও দাবি, মহিলাদের সম্মান নিয়ে এত কথা বলে বিজেপি-জোট, অথচ নিজেরাই টিকিট দেয় কতজন মহিলাকে? নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষমতায়ন— সবেতেই এনডিএর ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/07/L4RQIuoqOVIvrdikoA8l.jpeg)
বিহার ভোটে ইতিমধ্যেই উত্তাপ উর্দ্ধমুখী। রোহিনীর এই মন্তব্য ভোটযুদ্ধকে আরও চড়া আলোয় এনে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
“অসম্ভবকে সম্ভব করেছিল তেজস্বী!” চাকরি ইস্যুতে বিস্ফোরক আরজেডি নেত্রী
বিহার নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। আরজেডি নেত্রী রোহিনী আচার্য্য তীব্র আক্রমণ করলেন এনডিএকে।
নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটের আবহ আরও গরম। শাসক এনডিএ শিবিরকে সরাসরি আক্রমণ করলেন আরজেডি নেতা রোহিনী আচার্য্য। তাঁর দাবি, ২০০৫ সাল থেকে ক্ষমতায় থেকেও বিহারবাসীর জন্য দৃশ্যমান কাজ কিছুই করেনি বর্তমান সরকার। চাকরি থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন— প্রতিটি ইস্যুতে এনডিএ-কে তীব্র কটাক্ষ করলেন তিনি।
রোহিনীর কথায়, বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেছেন রাজ্যে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু তেজস্বী যাদব সেই ‘অসম্ভব’কেই বাস্তব করে দেখিয়েছেন। রোহিনীর দাবি, আরজেডি নেতৃত্বাধীন সরকার থাকাকালীন তেজস্বী যাদব ৫ লক্ষ চাকরির নিয়োগপত্র হাতে তুলে দিয়েছেন যোগ্য প্রার্থীদের।
এখানেই থামেননি তিনি। এনডিএর নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন রোহিনী। তাঁর অভিযোগ, এতদিন কিছুই করেনি সরকার, এখন নির্বাচনের মুখে এসে আরজেডির প্রতিশ্রুতিগুলোই নিজেদের ঘোষণাপত্রে কপি করে ফেলেছে এনডিএ। “এত বছর লাগল? তেজস্বী যাদব যা বলেছিলেন, হুবহু তা-ই আবার বলছেন ওরা,” তোপ রোহিনীর।
তাঁর আরও দাবি, মহিলাদের সম্মান নিয়ে এত কথা বলে বিজেপি-জোট, অথচ নিজেরাই টিকিট দেয় কতজন মহিলাকে? নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষমতায়ন— সবেতেই এনডিএর ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি।
বিহার ভোটে ইতিমধ্যেই উত্তাপ উর্দ্ধমুখী। রোহিনীর এই মন্তব্য ভোটযুদ্ধকে আরও চড়া আলোয় এনে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।