New Update
/anm-bengali/media/media_files/UOXLnZbKijmdHgMnJSmZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার নতুনসংসদভবনকে (New Parliament House) কফিনেরসঙ্গেতুলনা করা হল। আর এই তুলনা করেছে রাষ্ট্রীয় জনতা দল। আজ রবিবার যখন নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে, ঠিক তখন অন্যদিকে আরজেডির এক টুইটকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠে গেল। আরজেডি এই নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে। টুইটের মাধ্যমে তুলনা করেছে এই দল।
ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us