ডুবে যাবে দিল্লি? বিপদ বাড়ছে যমুনা নদীকে ঘিরে

উত্তর ভারতের সমভূমি থেকে পার্বত্য অঞ্চলে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ব্যাপক বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে দিল্লির। ডুবে গিয়েছে রাস্তাঘাট। হু হু করে বাড়ছে নদীর জলস্তর।

author-image
SWETA MITRA
New Update
yamunaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হু হু করে বাড়ছে যমুনা নদীর জল (Yamuna River)। বিপদসীমার ওপর বইছে যমুনা নদীর জল। জানা গিয়েছে, আজ সোমবার দুপুর ১টায় যমুনা নদীর স্তর ছিল ২০৪ দশমিক ৬৩ মিটার। দুপুর ১টায় হাথিনিকুণ্ড ব্যারেজ থেকে যমুনায় ১,৯০,৮৩৭ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়।