“নিষেধাজ্ঞা নয়, বিভ্রান্তি”—কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা নিয়ে চমক!

এক্স হ্যান্ডেলের প্রযুক্তিগত সমস্যার কারণে ভারতে আন্তর্জাতিক দুটো সংবাদমাধ্যম ভারতে সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
x-twitter-1690438253

নিজস্ব সংবাদদাতা: একদিন বন্ধ থাকার পর রবিবার সন্ধ্যায় ভারতে ফের সচল হয়ে উঠল ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters এবং তুরস্কের সংবাদমাধ্যম TRT World-এর X (পূর্বতন টুইটার) অ্যাকাউন্ট। শনিবার হঠাৎ করেই ভারতীয় ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে, এই দুই সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট "withheld in India" বার্তা দেখাচ্ছে।

এই ঘটনার পরেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। অনেকেই ধারণা করেন যে, ভারত সরকার কোনও নির্দেশ দিয়ে অ্যাকাউন্ট দুটি ব্লক করিয়েছে।

reuters

রবিবার কেন্দ্র সরকারের তরফে জানানো হয়, “ভারত সরকারের তরফে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। Reuters ও TRT World ভারতে কাজ চালাতে সম্পূর্ণ স্বাধীন।” এরপর বিকেলে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক বিবৃতিতে জানায়, “এই ব্লক হওয়ার ঘটনা সম্ভবত এক্স (X)-এর দিক থেকে কোনও প্রযুক্তিগত সমস্যা বা বিভ্রান্তির ফল। সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।” বর্তমানে দুই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট ভারতীয় ব্যবহারকারীদের জন্য আবার সম্পূর্ণ অ্যাক্সেসযোগ্য।