সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে খুচরো বাজারের মুদ্রাস্ফীতি

দুর্গাপুজোর মাসে ভারতে খুচরো মুদ্রাস্ফীতির কমে ঠেকল ৪.৮৭ শতাংশে। যা চার মাসের সর্বনিম্ন স্তরে ঠেকেছে। চলতি বছরের জুনের পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে খুচরো বাজারের মুদ্রাস্ফীতি।

লক্ষ্যমাত্রা চার শতাংশের আরও কাছে চলে এসেছে খুচরো মুদ্রাস্ফীতি

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৪.৮৭ শতাংশ। সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ৫.০৭ শতাংশ ছিল। অর্থাৎ মাঝারি সময়ের ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লক্ষ্যমাত্রা চার শতাংশের আরও কাছে চলে এসেছে খুচরো মুদ্রাস্ফীতি।