New Update
/anm-bengali/media/media_files/CHP88GX7ZF5IyPEVVuUH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতি বাড়িয়ে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘বিপর্যয় (Cyclone Biparjoy)।‘ এদিকে এই আসন্ন সাইক্লোনকে নিয়ে ইতিমধ্যে স্ট্যান্ড বাই মোডে রয়েছে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। কোনওরকম আপত্তি এড়াতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF)-কে। এদিকে এই আগামী এক, দুদিনের মধ্যে এই সাইক্লোনটি গুজরাট উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে। উপকূলীয়বর্তী এলাকাগুলি থেকে দ্রুত সরানো হচ্ছে সাধারণ মানুষকে। খালি করা হচ্ছে একের পর এক বাড়ি। ইতিমধ্যে বহু মানুষকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে সুরক্ষিত স্থানগুলিতে। ইতিমধ্যে গুজরাটের জুনাগড়ে উদ্ধারকার্য চালাচ্ছেন এনডিআরএফ-এর কর্মীরা। দেখে নিন সেই ভিডিও…
#WATCH | Junagadh, Gujarat: Residents of coastal areas being shifted to shelters as cyclone 'Biporjoy' intensifies pic.twitter.com/iZvGSytVUV
— ANI (@ANI) June 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us