‘ধর্মীয় সীমা হোক বা রাজনৈতিক সীমা, এখন সবার ঊর্ধ্বে কাশ্মীর ও কাশ্মীরের মানুষ!’

জনবহুল এলাকায় কখনও গোলাবর্ষণ করা হয়নি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kashmir border

File Picture

নিজস্ব সংবাদদাতা: জেকেপিসিসি সভাপতি তারিক হামিদ কারা এবার দেখা করলেন পাকিস্তানের ছোঁড়া মর্টালের আঘাতে ক্ষতিগ্রস্থ বাড়ির সদস্যদের সাথে। এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, “পুঞ্চের বেসামরিক এলাকায় পাকিস্তান যেভাবে গোলাবর্ষণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। এর আগেও যুদ্ধ হয়েছে, কিন্তু জনবহুল এলাকায় কখনও গোলাবর্ষণ করা হয়নি। আমরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা রাজনৈতিক সীমানা ছাড়িয়ে মানুষের সাথে দেখা করছি, তা সে ধর্মীয় সীমানা হোক বা রাজনৈতিক সীমানা। যখন পহেলগাঁও সন্ত্রাসী হামলা হয়েছিল, তখন রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা এই বিষয়টিকে রাজনীতিকরণ করতে চাই না এবং আমরা সরকারের সাথে আছি”।

kashmir people bankar