নিজস্ব সংবাদদাতা : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে, শনিবার ৩০ বছর বয়সী এক আইন ছাত্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই অভিযুক্তের নাম শ্লোক তিওয়ারি, যিনি গাজিয়াবাদের দৌলতপুর কলোনি থেকে ধরা পড়েন। পুলিশ জানিয়েছে, শ্লোক গাজিয়াবাদ কোর্টে দলিল লেখকের কাজ করেন এবং বর্তমানে আইন নিয়ে পড়াশোনা করছেন। তিনি আগেও একাধিকবার পিসিআর-এ (পুলিশ কন্ট্রোল রুম) নাম প্রকাশ না করে, ফোন করে নানান হুমকি দিয়েছেন। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “তাঁর কল রেকর্ড থেকে জানা গেছে, গত এক বছরে তিনি ৪০টিরও বেশি অজানা নম্বর থেকে পিসিআর-এ ফোন করেছেন।”
/anm-bengali/media/media_files/2025/02/19/CnDBaY0kLxCMYNXA7Z6V.jpeg)