/anm-bengali/media/media_files/2025/02/19/CnDBaY0kLxCMYNXA7Z6V.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সামনেই বর্ষা আসছে, আর এই বর্ষায় যাতে দিল্লির মানুষকে কোনও সমস্যায় না পড়তে হয়, তাই এবার দিল্লির নিকাশি ব্যবস্থায় জোর দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আজ এই বিষয়ে তিনি বলেন, ''দীর্ঘদিন ধরেই অবহেলিত হয়ে পড়ে থাকা নিকাশি নালাগুলিকে সঠিকভাবে পরিষ্কার করা হয়নি। আগের সরকারগুলির আমলে এই বিষয়টি গুরুত্বই পায়নি। এখন আমরা এই দায়িত্ব সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরকে দিয়েছি।”
এছাড়াও তিনি বলেন, ''বর্ষার সময় যাতে সাধারণ মানুষকে রাস্তায় জল জমার সমস্যায় না পড়তে হয়, তা নিশ্চিত করতে হবে, এবং সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।''
#WATCH | Delhi CM Rekha Gupta says, "These are the drains that were never taken seriously by the previous governments. The drains were never cleaned. There was no clarity among the agencies as to which agency would clean them... We have given the responsibility of desilting to… https://t.co/oIMiMOCqV2pic.twitter.com/WBgifjMXoH
— ANI (@ANI) March 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us