নিজস্ব সংবাদদাতা : 'উড়িয়ে দেওয়া হবে রেড ফোর্ট এবং জামা মসজিদ, বোমা রাখা হয়েছে এই দুটি জায়গায় !' আজ এই মর্মেই একটি হুমকি ফোন আসে দিল্লি পুলিশের কাছে। এরপরেই এই পুরো বিষয়ের তদন্তে নামে দিল্লি পুলিশ। কিন্তু পরে জানা যায় এটি একটি ভুয়ো ফোন কল ছাড়া আর কিছুই নয়।
/anm-bengali/media/media_files/59JAJWNCuMFPzh99g6sj.jpg)
এরপর দিল্লি পুলিশ জানায়, ''খবর পাওয়ার পরই তল্লাশি চালানো হয় আমাদের তরফ থেকে, তবে কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।'' সমস্ত তদন্তের শেষে এই ফোন কলকে একটি মিথ্যা হুমকি হিসেবে ঘোষণা করা হয়েছে।