New Update
/anm-bengali/media/media_files/W3aH9icjwVTUOxrMLQ9u.jpg)
নিজস্ব সংবাদদাতা : জুতোর ভিতরে হোক বা শরীরের কোনো অংশে, এমনকি মলদ্বার থেকেও পাচার করতে যাওয়া সোনা উদ্ধার হয়েছে বিমান বন্দরে। এবার সোনা উদ্ধার হল ক্রিমের কৌটো থেকে। আপাত দৃষ্টিতে লাগেজ চেকিংয়ের সময় ক্রিমের কৌটো দেখে সন্দেহ হওয়ার নয়। কিন্তু কাস্টমসের চোখ ফাঁকি দেওয়াও সহজ নয়। হায়দ্রাবাদ বিমান বন্দরের ঘটনা। কুয়েক থেকে আগত এক যাত্রীর লাগেজ চেকের সময় ক্রিমের কৌটো থেকে উদ্ধার লুকনো সোনা। উদ্ধারীকৃত সোনার ওজন ২৫৯ গ্রাম। বাজার মূল্য প্রায় ১৫.৭৬ টাকা।
#WATCH | We have recovered gold of 259 gms valued Rs 15.76 lakhs concealed in boxes of cream in checked-in luggage from a passenger coming from Kuwait: Hyderabad Airport Customs
— ANI (@ANI) September 15, 2023
(Video Source: Customs) pic.twitter.com/injOCRvFdV
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us