New Update
/anm-bengali/media/media_files/hrazMaKAYYI1jLfQl5Fj.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতেবসেবাংলায়ভোটসন্ত্রাসনিয়েফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)।আজ বুধবার তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটের ফলাফল বেরনোর পর জয়ী বিজেপি প্রার্থীদের ভয়দেখিয়েতৃণমূলেযোগদানকরানোহচ্ছে।বাংলায়ভোটেপ্রথমেমনোনয়নেবাধা।হাইকোর্টবলেছিলকেন্দ্রীয়বাহিনীদিয়েভোটকরাতে। রাজ্য নির্বাচন কমিশন কিনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেল।মনোনয়নকরলেবিরোধীদেরঘরেহামলাচালানোহয়েছে। তৃণমূল কর্মীরা বলছেন ভোট হয়ে গেছে এবার খেলা হবে। ১৩ বছরের বালকও ভোটের হিংসার থেকে রক্ষা পায়নি। বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন সব কিছু দেখেও কিছু করছে না।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us