বিহারে ভুয়ো ভোটার ইস্যুতে তীব্র মন্তব্য রবি কিশনের

“৬৫ লক্ষ ভুয়ো ভোটার বাদ পড়েছে; জাতীয় নিরাপত্তার সঙ্গেই জড়িত”—বিজেপি সাংসদের দাবি।

author-image
Aniket
New Update
breaking new 2



নিজস্ব সংবাদদাতা: বিহারের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র মন্তব্য করলেন বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিশন। আজ দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “বিহারে ৬৫ লক্ষ ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এদের মধ্যে সন্ত্রাসবাদী চক্রের লোক, রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিকও থাকতে পারে। দেশের স্বার্থে এটা মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত সংবেদনশীল জাতীয় নিরাপত্তার বিষয়।”

তিনি বিরোধীদের উদ্দেশে আহ্বান জানান যে জাতীয় স্বার্থের এই পদক্ষেপকে সমর্থন করা উচিত। রবি কিশনের কথায়, “সব বিরোধী দলকে এই উদ্যোগকে সমর্থন করা উচিত। যদি বিষয়টা বুঝতে অসুবিধা হয়, তাহলে প্রধানমন্ত্রীকে নিয়ে আধঘণ্টার ক্লাস করুন। আমরা সবাই করেছি। মঙ্গলবার হয় সেই ক্লাস, আর সত্যি বলতে—এটা আমাদের জীবন বদলে দিয়েছে।” এছাড়া বিহারে NDA-র জয়ের পর বিরোধীদের হতাশ না হওয়ার বার্তাও দেন তিনি—“পরাজয়ে হতাশ হবেন না।”পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রবি কিশন বলেন, “ওরা (তৃণমূল) খুব খারাপভাবে হারবে।”