নিজস্ব সংবাদদাতা : তিন ভাষা নীতি নিয়ে হয়ে চলা বিতর্কের মধ্যেই, এবার বিরোধীদের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ রবি কিষন। তিনি বলেন, "আমি সব ভাষায় কাজ করেছি। আমি তেলেগু, কন্নড়, মারাঠি, গুজরাতি সব জায়গায় সমান জনপ্রিয়। বিরোধীরা শুধু দেশকে বিভক্ত করার জন্য এই তিন ভাষা নীতি নিয়ে রাজনীতি করছে। গত ৬৫ বছর ধরে এটাই ওদের একমাত্র কৌশল।"
/anm-bengali/media/media_files/lo51UkjINq3JW1IWLJHc.jpg)
এছাড়াও তিনি বলেন, ''৬৭ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে স্নান করেছেন, আর সেটা দেখে বিরোধীরা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার বলে মনে করছে।"