/anm-bengali/media/media_files/tT73K5IAtYaVL2iTfErb.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন। আগামীকাল রয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ। তবে এবারের বাজেটে সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা। যা নিয়ে সংসদে চাপে পড়তে চলেছে বিজেপি শিবির বলেই মনে করছেন অনেকে।
/anm-bengali/media/media_files/lo51UkjINq3JW1IWLJHc.jpg)
তবে এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ রবি কিষাণ বলেন, “এই লোকেরা কোনও ঘটনার অপেক্ষায় ছিল যাতে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে কোণঠাসা করা যায়। এটা ভুল! সেই দিন কোটি কোটি ভক্ত মহাকুম্ভে এসেছিলেন। বহু বছর পর, হিন্দুত্ব জেগে উঠেছে। এই মর্মান্তিক ঘটনাটি সেই পরিবেশে ঘটেছে। এটা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু কারও মৃত্যু নিয়ে রাজনীতি করার চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না”।
#WATCH | Delhi: BJP MP Ravi Kishan says, "These people were waiting for some incident to happen so that PM Modi and CM Yogi can be cornered. This is wrong... that day crores of devotees came to Maha Kumbh. After years, Hindutva has awakened... this tragic incident has happened in… pic.twitter.com/mfAoF7JgYN
— ANI (@ANI) January 31, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us