/anm-bengali/media/media_files/IABbZB5os77DSjOmYTrx.jpg)
বায়ুসেনার বিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বায়ুসেনার কাজে সন্তুষ্ট দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। রাষ্ট্রপতি শনিবার আসামের তেজপুর বিমান ঘাঁটি থেকে সুখোই ৩০ এমকেআই (Sukhoi 30 MKI) যুদ্ধবিমানে ৩০ মিনিট উড়েছিলেন। বায়ুসেনার পোশাক পড়ে একেবারে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির এই উড্ডয়ন ভারতের পক্ষ থেকে শত্রু দেশগুলিকে একটি শক্ত বার্তা দিয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল। এদিকে বায়ুসেনার কাজে খুশি হয়েছেন রাষ্ট্রপতি মুর্মু, আজ শনিবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতি জারি করে এমনই জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। এই বিবৃতি অনুযায়ী, 'বিমানটি পরিচালনা করেন ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার। রাষ্ট্রপতি মুর্মু হলেন তৃতীয় রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি যিনি এই ধরনের উড্ডয়ন করেছেন। রাষ্ট্রপতিকে বিমান এবং ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা সম্পর্কেও অবহিত করা হয়েছিল। তিনি আইএএফ-এর অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।'
The aircraft was flown by Group Captain Naveen Kumar, Commanding Officer of the 106 Squadron... President Murmu is the third President and second woman President to undertake such a sortie. President was also briefed on the operational capabilities of the aircraft and the Indian…
— ANI (@ANI) April 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us