টিনের ঘরে থাকা ট্যাক্সি চালকের নামে ৩৩১ কোটি! ইডির তদন্তে বিস্ফোরক তথ্য

দিল্লির এক বাইক ট্যাক্সি চালকের অ্যাকাউন্টে ৮ মাসে ঘুরেছে ৩৩১ কোটি টাকা! ১xBet অর্থ পাচার মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল ইডি।

author-image
Tamalika Chakraborty
New Update
ed raids.jpg

নিজস্ব সংবাদদাতা: অনলাইন বেটিং চক্র ও অর্থ পাচার মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির এক সাধারণ বাইক ট্যাক্সি চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র আট মাসে ঘুরেছে ৩৩১ কোটি ৩৬ লক্ষ টাকা। অথচ সেই ব্যক্তি প্রতিদিন বড়জোর ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করেন এবং থাকেন দুই ঘরের একটি টিনের ঘরে।

arrested a

তদন্তকারীরা জানিয়েছেন, অনলাইন বেটিং সংস্থা ১এক্সবেটের সঙ্গে যুক্ত সন্দেহজনক আর্থিক লেনদেন খতিয়ে দেখার সময়ই এই অস্বাভাবিক টাকার হদিস মেলে। ব্যাঙ্ক নথিতে দেওয়া ঠিকানায় হানা দিয়ে আধিকারিকরা বুঝতে পারেন, এটি আসলে একটি ‘মিউল অ্যাকাউন্ট’। অর্থাৎ এই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে অবৈধ টাকা ঘোরানোর জন্য, যেখানে চালকের নিজের অজান্তেই তাঁর নাম ও কেওয়াইসি তথ্য ব্যবহার করা হয়েছে।

তদন্তকারী সংস্থার ধারণা, আসল টাকার উৎস আড়াল করতেই তৃতীয় পক্ষের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। তথ্য বলছে, ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে ২০২৫ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এই অ্যাকাউন্টে মোট ৩৩১.৩৬ কোটি টাকা জমা পড়েছে। স্বল্প সময়ের মধ্যে এত বিপুল অঙ্কের লেনদেন নজরে আসতেই তড়িঘড়ি সংশ্লিষ্ট ঠিকানায় তল্লাশি চালায় ইডি। এই ঘটনায় দেশজুড়ে অর্থ পাচার নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।