নিয়ম মেনে সম্পন্ন হল রাম মন্দিরের 'ধ্বজারোহণ', স্বাক্ষী থাকল গোটা দেশ

গেরুয়া পতাকা যা মন্দিরের নির্মাণ সমাপ্তির প্রতীক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G6lHoqQboAEC26D

File Picture

নিজস্ব সংবাদদাতা: নির্দিষ্ট সময় মেনেই অযোধ্যায় ধ্বজারোহণ সম্পন্ন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবত পবিত্র শ্রী রাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করলেন, যা মন্দিরের নির্মাণ সমাপ্তির প্রতীক।

G6lHqbxbYAAU9ci

১০ ফুট উচ্চতা এবং ২০ ফুট দৈর্ঘ্যের সমকোণী ত্রিকোণ পতাকাটিতে ভগবান শ্রী রামের তেজ এবং বীরত্বের প্রতীক। একটি উজ্জ্বল সূর্যের প্রতিচ্ছবি রয়েছে তাতে। যার উপর একটি 'ওম' খোদাই করা আছে এবং কাঞ্চন গাছের প্রতিচ্ছবিও রয়েছে পতাকার মধ্যে। পবিত্র গেরুয়া পতাকা মর্যাদা, ঐক্য এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করছে।