রাম মন্দিরে এসে রাম লালাকে দর্শন করেছেন ৫ লক্ষ মানুষ

ভিড় হবে জানত যোগী প্রশাসন৷ কিন্তু উদ্বোধনের পরের দিনই যে লক্ষ লক্ষ ভক্ত রাম মন্দির দর্শনে অযোধ্যায় হাজির হবেন, তা ভাবতে পারেনি উত্তর প্রদেশ সরকারও৷ সরকারি হিসেব অনুযায়ী, উদ্বোধনের পর কালই রাম মন্দিরে এসে রাম লালাকে দর্শন করেছেন ৫ লক্ষ মানুষ৷

মন্দিরের দরজা খোলার পরই হুড়োহুড়ি পড়ে যায় পুনার্থীদের মধ্যে

সোমবারই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালা দর্শনের জন্য সোমবার রাতেই পুণ্যার্থীদের ভিড় জমে যায় রাম মন্দির চত্বরে। মঙ্গলবার সকাল থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় রাম মন্দিরে দরজা। সোমবার ভোররাত থেকেই লাইন দিতে শুরু করেন পূণ্যার্থীরা। মঙ্গলবার সকাল সাতটা থেকে মন্দিরের দরজা খোলার পরই হুড়োহুড়ি পড়ে যায় পুনার্থীদের মধ্যে।