ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় ৪ লক্ষ টাকা দান করেছে

রাম মন্দিরের উদ্বোধনের আগে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে৷ রাম মন্দির নির্মাণে গোটা বিশ্ব থেকেই অনুদান দিয়েছেন ভক্তরা৷ যার যেমন ক্ষমতা, সেই অনুযায়ী মন্দির নির্মাণে দান করেছেন৷ সূত্রের খবর, কাশি এবং প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় ৪ লক্ষ টাকা দান করেছেন৷

ভিক্ষুকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত

শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য আরএসএস যে তহবিল সংগ্রহ করছিল, তাতে প্রয়াগরাজ এবং কাশির প্রায় ৩০০ ভিক্ষুকও অর্থ দান করেন৷ তাঁদের সেই উদ্যোগকে স্বীকৃতি দিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে ওই ভিক্ষুকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷