/anm-bengali/media/media_files/UrobdtTUA5iTrjISZZKp.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ১৩ হাজার ফুট উঁচুতে উড়ল রামের পতাকা। জানা গিয়েছে, স্কাই ডাইভিংয়ের সময় ১৩ হাজার ফুট উঁচু থেকে রামের পতাকা ওড়ালেন অনামিকা নামের এক তরুণী। আকাশে উড়তে উড়তেই তিনি ওই পতাকা খুলে, তা প্রদর্শন করেন।
Unfurling Ram flag 🚩 at 13000 feet in skydiving by Anamikahttps://t.co/PlVmtopmHw#Rammandir#AyodhyaSriRamTemple#jaishreeram#Ayodhyapic.twitter.com/j05LC4G0QW
— Shubham Rai (@shubhamrai80) January 11, 2024
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই মন্দিরের উদ্বোধন করবেন। ২২ জানুয়ারি উপলক্ষ্যে অযোধ্যায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। সেই উপলক্ষ্যে সাজো সাজো রব শুরু হয়েছে গোটা অযোধ্যা জুড়ে। রাম মন্দিরের উদ্বোধনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১১ হাজার উত্তরপ্রদেশ পুলিশ নিরাপত্তায় মোতায়েন থাকবে বলে খবর।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us