/anm-bengali/media/media_files/gvRGvb66GVP0nIQGCZWu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি ও বিরোধীরা। একদিকে বিরোধীদের যেমন হাতিয়ার মণিপুর ইস্যু, ঠিক তেমনই কেন্দ্রের ক্ষমতাসীন দলের হাতিয়ার রাজস্থান। লাগাতার ১২ দিন ধরে এই দুই ইস্যুকে ঘিরে দফায় দফায় অশান্ত হয়ে উঠছে রাজ্যসভা ও লোকসভা। এদিকে আজ শুক্রবারও প্রবল হইচই হতেই এবার ৭ আগস্ট সোমবার অবধি স্থগিত হয়ে গেল রাজ্যসভার অধিবেশন (Rajyasabha)। জানা গিয়েছে, আগামী ৭আগস্টসকাল১১টা পর্যন্ত রাজ্যসভারঅধিবেশনমুলতবি করা হয়েছে। রাজস্থানএবংমণিপুরসহিংসতায়মহিলাদেরবিরুদ্ধেনৃশংসতানিয়েআলোচনারদাবিতেক্ষমতাসীনদলএবংবিরোধীদল উভয়ইঅনড়থাকায়অধিবেশনমুলতবিকরাহয়।
Rajya Sabha adjourned for the day to meet at 11 am on August 7
— ANI (@ANI) August 4, 2023
The House was adjourned as both Treasury benches and the Opposition parties were adamant on their demands to discuss atrocities against women in Rajasthan and Manipur violence, respectively, leading to a ruckus in… pic.twitter.com/GvHctx36c4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us