এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী, ৭ আগস্ট অবধি সব বন্ধ হয়ে গেল

রাজ্যসভার ১৭৬ নং বিধির অধীনে রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন সংসদ নেতা পীযূষ গোয়েল। বিধানসভায় রাজস্থান নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দেন শাসক দলের সাংসদরা।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
RAJYA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি ও বিরোধীরা। একদিকে বিরোধীদের যেমন হাতিয়ার মণিপুর ইস্যু, ঠিক তেমনই কেন্দ্রের ক্ষমতাসীন দলের হাতিয়ার রাজস্থান। লাগাতার ১২ দিন ধরে এই দুই ইস্যুকে ঘিরে দফায় দফায় অশান্ত হয়ে উঠছে রাজ্যসভা ও লোকসভা। এদিকে আজ শুক্রবারও প্রবল হইচই হতেই এবার ৭ আগস্ট সোমবার অবধি স্থগিত হয়ে গেল রাজ্যসভার অধিবেশন (Rajyasabha)। জানা গিয়েছে, আগামী ৭আগস্টসকাল১১টা পর্যন্ত রাজ্যসভারঅধিবেশনমুলতবি করা হয়েছে। রাজস্থানএবংমণিপুরসহিংসতায়মহিলাদেরবিরুদ্ধেনৃশংসতানিয়েআলোচনারদাবিতেক্ষমতাসীনদলএবংবিরোধীদল উভয়ইঅনড়থাকায়অধিবেশনমুলতবিকরাহয়।