তুষ্টিকরণের রাজনীতিই হিন্দু শরণার্থীদের কোনও অধিকার দেয়নি ! CAA-এর সমর্থনে আগের সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন রাজনাথ সিং

কেন সোচ্চার হলেন রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
rajnath singh jkl.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর পক্ষে জোরালো সওয়াল করে পূর্বতন সরকারগুলির বিরুদ্ধে 'তুষ্টিকরণের রাজনীতি'র মাধ্যমে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের গুরুতর অভিযোগ তুলেছেন।

তিনি বলেন,''প্রতিবেশী দেশগুলির অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর ধরে ভুগছেন। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সন্তানদের হত্যা করা হয়েছে, তাদের কন্যাদের উপর নৃশংসতা ও নির্যাতন চালানো হয়েছে এবং জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।"

rahul sonia sd1.jpg

এরপর তিনি বলেন,''তুষ্টিকামী সরকারগুলি তাদের সঙ্গে যে ব্যবহার করেছিল, তার নিন্দা যথেষ্ট নয়। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে তুষ্ট করার জন্য তাদের কেবল অপমান করা হয়েছিল। প্রতিবেশী দেশ থেকে আসা এক বিশেষ শ্রেণির মানুষকে আশ্রয় দেওয়া হলেও, এই হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সত্যিকারের প্রাপ্য, তাদের সেই অধিকার দেওয়া হয়নি। তাদের দুর্ভোগ সহানুভূতির সঙ্গে বোঝা হয়নি।"