/anm-bengali/media/media_files/AQ4NWnwCFlUaZxwDgXT1.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে কৌতুক করেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সেই কৌতুকের ভিডিও করেন রাহুল গান্ধী। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেভাবে ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান জগদীপ ধনখর জিকে অপমান করেছেন তা ভারতীয় গণতান্ত্রিক ঐতিহ্যের ওপর একটা কালো দাগ। সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সম্মান করার ঐতিহ্য গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু দলীয় বিরোধিতাকে শত্রুতায় পরিণত করে যে সংসদীয় মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে তা সমগ্র রাজনৈতিক শ্রেণির জন্য উদ্বেগের বিষয়। সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের প্রতি এমন অশালীন আচরণের তীব্র নিন্দা জানাই।'
भारत के उपराष्ट्रपति और राज्य सभा के माननीय सभापति श्री जगदीप धनखड़ जी का जिस शर्मनाक तरीक़े से तृणमूल कांग्रेस के नेता कल्याण बनर्जी और कांग्रेस के नेता श्री राहुल गांधी ने अपमान किया है, वह भारतीय लोकतांत्रिक परंपराओं पर एक काला धब्बा है।
— Rajnath Singh (@rajnathsingh) December 20, 2023
सर्वोच्च संवैधानिक पदों पर आसीन…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us